অবতক খবর,১৮ ডিসেম্বর: সাইবার ক্রাইম প্রতারণায় ব্যবহৃত একাউন্ট প্রোভাইডারের চক্রের হদিশ পেল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর। পুলিশ সূত্রের খবর, সাইবার ক্রাইম প্রতারণায় বিভিন্ন ব্যক্তিদের থেকে যে টাকা প্রতারণা করা হতো সেই প্রতারণা দীর্ঘদিন ধরেই বেশ কিছু ব্যাংক একাউন্টে পৌঁছাতো। কারা এই ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করছে সেই চক্রের সন্ধান চালাচ্ছিল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম দপ্তর। সূত্র মারফত খবর পেয়ে কয়েকদিন আগেই একজন অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্যের সাইবার ক্রাইম দপ্তর।

এরপরই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসে একটি চক্র। পুলিশ সূত্রে খবর, এই চক্র বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে কোম্পানির নামে ব্যাংক একাউন্ট তৈরি করতো এবং সেই ব্যাংকে প্রতারণার টাকা ট্রানজেকশন করত। ভুয়ো সংস্থার নামে কারেন্ট একাউন্ট ব্যাংকে খোলা হত তার ফলে লক্ষাধিক টাকার উপরে একদিনে ট্রানজাকশন করতে পারতো তারা।

এরপরেই সেই সূত্র ধরে তদন্ত নেমে সোমবার সুমন বিশ্বাস, সুমন সাধুখাঁ ও সুব্রত বালা নামে তিনজনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম পুলিশ। আজ অভিযুক্তদের আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করে দেখছে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম পুলিশ।