অবতক খবর,২১ জানুয়ারি,নববারাকপুর :সোনার দোকানে বাড়ছে চুরি ছিনতাই ডাকাতি। মোবাইল অজানা নম্বর থেকে ফোন করে ব্যঙ্ক সোনার দোকানে প্রতারণা স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি জামতারা গ্যাং এর বিরাট সাফল্যের পর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ বারাকপুর থানার পুলিশ ।অন লাইন সাইবার ক্রাইম, হ্যাকিং, ট্রাফিকিং সেফ ড্রাইফ সেভ লাইফ নেশাজাতীয় দব্যের উপর নিয়ন্ত্রণসাধন এবং ভাড়াটিয়া ইস্যু নিয়ে সচেতনতার বার্তা দিল নিউ বারাকপুর থানা।

শনিবার সন্ধ্যায় থানা প্রাঙ্গণে শহরের বিভিন্ন সোনার দোকানের ব্যবসায়ী মালিক কর্মী দের নিয়ে সচেতনতার বার্তা দিলেন থানার ওসি সুমিত কুমার বৈদ্য, এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি এবং লেডি সহকারী এসআই চুমকি সরকার।ব্যঙ্ক প্রতারণা,সোনার দোকানে ডেবিট কার্ড প্রতারণা, ভাড়াটিয়া ইস্যু, নারী পাচার সংক্রান্ত নানাবিধ প্রশ্নোত্তর দিলেন থানার আধিকারিকরা ।