অবতক খবর,৫ এপ্রিল: সাইবার অপরাধ রুখতে পুলিশি তৎপরতা। বর্তমান সময়ে সাইবার প্রতারণা বা সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ বারাকপুর থানার উদ্যোগে বেশ কয়েক মাস ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্কুল কলেজ বাজার চত্বরে পুলিশ ভ্যানে মাইকিং করে সচেতনতামূলক প্রচার।

শুক্রবার সকালে ও দেখা গেল পুরসভার ২০ নং ওয়ার্ডে প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ের রাস্তায়, লেনিনগড় বাজার এবং স্টেশন সংলগ্ন আমতলা মায়া রেডিও এর সামনে মাইকিং করে সচেতনতা প্রচারভিযান ।পুলিশ সূত্রে খবর দিনদিন সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। কখনও অচেনা নম্বর থেকে ভিডিও কল করে অশ্লীল ছবি দেখিয়ে টোপ দেওয়া হচ্ছে। কখনও ঋণ দেওয়ার নামে অনলাইনে চলছে প্রতারণা।আবার সোনার দোকানে ডেবিট কার্ড প্রতারণা।কোথাও সোশাল মিডিয়ায় বিদেশীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর যাঁরা স্মার্টফোন ব্যবহারে ততটা পটু নন, অধিকাংশ ক্ষেত্রে সেইসমস্ত প্রবীণ নাগরিকরাই প্রতারকদের ফাঁদে পড়ছেন। তাই সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষ কে সচেতন করতজ এবা উদ্যোগী হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের নিউ বারাকপুর থানা।