অবতক খবর,২৭ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের হুড়কোডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুল রাস্তায় এলাকায়। আহত ছাত্রএর পরিবার সূত্রে জানা গেছে মন্তেশ্বরের বামুনপাড়া পঞ্চায়েতের হুড়কোডাঙ্গা গ্রামের একছাত্রটি স্কুলের টিফিনের সময় বাড়ি থেকে অপর একজনের সাইকেলের পিছনে চেপে যাওয়ার পথে রাস্তায় পড়ে যায় ।পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় ।। স্থানীয় মানুষজনের সহযোগিতায় ওই স্কুল ছাত্রকে কে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় ওই ছাত্রকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ABTAK EXCLUSIVE