অবতক খবর,২৩ মে,ব্যারাকপুর : শনিবার সন্ধ্যায় নববারাকপুর পুরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম আগাপুর এলাকায় টিন বেড়ার বাড়ি থেকে একটি সাইকেল চুরি করে চম্পট দেয় এক দুষ্কৃতী।থানায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ঐদিন রাতেই গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারী অফিসার অভিযান চালিয়ে পাঁচ ঘন্টার মধ্যেই বিলকান্দা গুরুচাঁদ মোড় থেকে এক বাড়ি থেকে সাইকেল সহ পঞ্চাশ বছরের বৃদ্ধ কে উদ্ধার করে।

রাতেই অভিযোগ কারীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।পুলিশের এই বিরাট সফলতায় খুশি অভিযোগকারীর সহধর্মিনী।হাসিরানী গাইন বলেন স্বামী কাজ থেকে সাইকেল রেখে ঘরে ঢুকে ভর সন্ধ্যায় দেখে এক জন বৃদ্ধ সাইকেল চুরি করে চম্পট দেয়।

সাথে সাথে নববারাকপুর থানায় অভিযোগ দায়ের করি। ঐদিন রাতেই থানার পুলিশ সাইকেল উদ্ধার করে হাতে তুলে দেন। ভাবতেই পারছি না। পুলিশের বিরাট সাফল্য খুশি ও আনন্দিত।এত ভালো ভাবে কাজটা করল।

ধৃত চোরকে রবিবার সকালে প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর আদালতে হাজির করা হয়। বলে জানান থানার তদন্তকারী অফিসার। ধৃত দুষ্কৃতীর নাম প্রদীপ ঘোষ(৫০)পেশায় রাজ মিস্ত্রি। বাড়ি বিলকান্দা গুরুচাঁদ মোড় ।বিবাহিত। স্ত্রী সহ এক ছেলে রয়েছে।