অবতক খবর,৫ মার্চ: ব্যারাকপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির অধীনে বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া গড়পাড়ায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে মঙ্গলবার সকালে উদ্বোধন হল সুসংহত শিশু শিক্ষা কেন্দ্র। ফিতে কেটে নবনির্মিত শিশু শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায়।

উপস্থিত ছিলেন বিডিও জনাব সারওয়ার আলি, জয়েন্ট বিডিও ইন্দ্রজিৎ মন্ডল, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী,পঞ্চায়েত প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস, সদস্য শিখা রায় সহ পঞ্চায়েত সদস্যরা ও কর্মাধ্যক্ষরা। মন্ত্রী বলেন খুব ভালো উদ্যোগ ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর। অত্যন্ত ভালো কাজ করছে।

সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে শিশু শিক্ষা কেন্দ্র। বাচ্চারা সঠিকভাবে পুষ্টিকর খাবার খেয়ে সুস্বাস্থ্যের অধিকার হয় সকলকে দেখতে হবে। ছোট ছেলে মেয়েদের সাথে তাদের মায়েদের ও পুষ্টিকর সুস্বাদু খাবার পাচ্ছে কিনা নজর দিতে হবে। সাংসদ বলেন এখানে শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হবে। তার জন্য এই শিশু শিক্ষা কেন্দ্র। আইসিডিএস কেন্দ্র ভালো ভাবে চালু থাকুক এটাই কামনা করি।