অবতক খবর সংবাদদাতা , দেবাশিস মালিক, জয়নগর :- পঃ বঃ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জীর আন্তরিক সহযোগিতায় ও জয়নগর(তপঃ) লোকসভা কেন্দ্রের মাননীয়া সাংসদ শ্রীমতি প্রতিমা মন্ডলের নির্দেশে জেলা পরিকল্পনা কমিটির সদস্য ও জয়নগর রুরাল হসপিটাল(জামতলা)-এর রোগীকল্যান সমিতির সদস্য শ্রী গোপাল মাঝির তত্বাবধানে 138জন “আশা কর্মী “দের হাতে রাজ্য সরকারের শংসাপত্র, 2টি ম্যাক্স, 1টি সাবান তুলে দেওয়া হয় |
উপস্থিত ছিলেন হসপিটালের BMOH, স্বাস্থ্যকর্মী সুপর্ণা কান্টা সহ হসপিটাল কর্মী, পঞ্চায়েত সদস্য কৃষ্ণেন্দু কয়াল, জামতলা হাই স্কুলের সদস্য রফিকুল জমাদার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জে. এস. আশীষ মজুমদার, শ্যামল পুরকাইত, পঃ সদস্য স্বপন সরদার, সঞ্জীব সরদার সহ বিশিষ্ট সমাজ সেবিকা শ্রীমতি রানু দাস প্রমুখ | রাজ্য সরকারের পক্ষ থেকে শংসাপত্র ও সামগ্রী পেয়ে আশা কর্মিরা খুব খুশী |