অবতক খবর,১৭ নভেম্বর: বারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর উদ্যোগে অঞ্চলে অঞ্চলে বিতরণ করা হচ্ছে ছট্ পুজোর সামগ্রী। শুধু ভাটপাড়া, জগদ্দল,পলতা,ব্যারাকপুর,নোয়াপাড়া নয়, নৈহাটি, বীজপুর অঞ্চলেও ছট্ পুজো সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দেখা গেল সাংসদ অর্জুন সিং-এর উদ্যোগে প্রায় ২৫০ জন লোকের মধ্যে কুলো,শাড়ি, নারকেল সহ অন্যান্য পুজো সামগ্রী তুলে দেওয়া হল ছট্ ব্রতীদের মধ্যে। উপস্থিত ছিলেন রাজা দত্ত, আলোরানি সরকার, শুভেন্দু সরকার,অমিত চৌবে সহ অন্যান্য নেতৃত্বরা। সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।