অবতক খবর,১৮ ডিসেম্বর,মালদা,১৮ ডিসেম্বর : সাংবাদিক বৈঠক মালদা বার অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার হেলথ ক্যাম্পের আয়োজন করতে চলেছে মালদা বার অ্যাসোসিয়েশন। মালদা জেলা আদালত চত্বরে বার এসোসিয়েশন ভবনে আয়োজন করা হবে হেলথ ক্যাম্পের। বুধবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন মালদা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

উপস্থিত ছিলেন, মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার ঝা, সহ-সভাপতি অরবিন্দ ব্যানার্জি,সম্পাদক শুভেন্দু নারায়ন চৌধুরী, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা।

মালদা বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হবে হেলথ ক্যাম্প। ১৫ জন চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা করবেন বিনামূল্যে। আইনজীবী ও আদালত কর্মীরা ছাড়াও সাধারণ মানুষও হেলথ ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা করাতে পারবেন। আইনি পরিষেবার পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কাজ করার বার্তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।