অবতক খবর,৩১ মে: সাংবাদিক বৈঠক থামিয়ে দিতে হল মেয়রকে জানা যায় পুলিশ ও বিজেপির মধ্যে গোলযোগ বাধে

কিন্তু কী কারণে এই বিক্ষোভ ?
সূত্রের খবর,শুক্রবার দুপুরে পানীয় জল নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।
এবং সেই মতে বৈঠকও শুরু হয়েছিল । কিন্তু বৈঠক বসার কিছু ক্ষনের মধ্যে পৌরসভার সামনে পুলিশ ও বিজেপি নেতাদের মধ্যে দেখা দিল বিক্ষোভ।
পানীয় জলের দাবিতে বিক্ষোভ করলেন তারা। নিয়ে আসা হয়েছিল মেয়রের কুশপুতুল ।তবে তা জ্বালানোর আগেই পুলিশ হাত থেকে কেড়ে নেন।
বিক্ষোভে বাধা দিলে পুলিশের সাথে বাধে গোলযোগ শুরু হয় ধস্তাধস্তি ।এই গণ্ডগোলের মাঝে মেয়রকে থামাতে হয় তার সাংবাদিক
বৈঠক ।

এর আগে এই একই ঘটনায় পথে নেমে বিক্ষোভ মিছিল করেছিলেন বামেরা ।প্রাক্তন মেয়র অশোক ভটাচার্যের নেতৃত্বে শিলিগুড়ি পৌরসভার সামনে মেয়রের গাড়ি আটকে চোর শ্লোগান দিয়ে বিক্ষোপ দেখিয়েছিলেন তারা । আর এবারে বিজেপির বিক্ষোভ মিছিল নামলো
পথে, তবে দেখার বিষয় আর কতদিন ধরে চলবে এই বিক্ষোভ মিছিল ?আর কতো দিনেই বা পানীয় জলের পরিষেবা আসবে নিয়ন্ত্রনে ?যদিও বা
সাংবাদিক বৈঠকে মেয়র কিছুটা আলোর দিশা দেখিয়েছেন ইতিমধ্যেই । তবুও সাধারণ মানুষের এই জল ও জীবনের যুদ্ধ কত দ্রুত সুরাহা হয়
তারি অপেক্ষায় প্রহর গুনছেন শিলিগুড়িবাসী ।