অবতক খবর :: শিলিগুড়ি :: ২৭ জুন ::    আজ সাংবাদিক বৈঠক করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার। সাংবাদিক বৈঠকে রঞ্জনবাবু জানান, বিশ্বে তেলের দাম কমলেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। ফলে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে।

গরিব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গের নাম বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপি করোনা পরিস্থিতিতে রাস্তায় নেমে আন্দোলন করছে। বিজেপির অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হবে।

তিনি আরো জানালেন এই লকডাউনে বিজেপী চরম সমস্যায় ফেলেছে সাধারন মানুষকে।শাক সবজীর দাম আকাশছোয়া,মাছের মধ্যে হাতই দেওয়া যায় না,অথচ বিজেপী সারা দেশের মধ্যে বিভেদ তৈরী করছে। তিনি জানান তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করবে এবং আগামীদিনে আন্দোলনেও নামবে।