অবতক খবর,২৪ মেঃ আজ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরার অ্যাম্বাসেডর হওয়ার সম্বন্ধে বলেন যে বাংলা ছেলেকে দিদি নেয়ার চেষ্টা করেছিলেন বাংলার ছেলেকে কখনো বিজেপিও ম্যানেজ করার চেষ্টা করেছিলেন অমিত শাহ এই বাংলার ছেলের বাড়িতে গিয়ে খাবার খেয়েছেন ম্যানেজ করার জন্য এই বাংলার ছেলেকে ম্যানেজ করার জন্য দ্বিতীয় অনেকভাবে চেষ্টা করেছিলেন। সৌরভ গাঙ্গুলী বিখ্যাত এক ভারতীয়র নাম । অধীর রঞ্জন চৌধুরীর বলেন সৌরভ গাঙ্গুলীকে অ্যাম্বাসেডর করা হচ্ছে ত্রিপুরাতে এখানে শাহরুখ খানকে করা হচ্ছে, তিনি বলেন যার যেমন মার্কেট, তাকে তেমনি ভাবে ব্যবহার করা হয়। তিনি বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে ভাবমূর্তি ফিরবে বলে হয়তো মনে করছেন। তাই তাকে পয়সা কড়ির বিনিময়ে, কারণ কেউ তো বিনা পয়সায় এ কাজ করতে যাচ্ছে না বললেন অধীর চৌধুরী। তিনি বলেন সব জায়গায় একটা কন্ট্রাক্ট আছে একটা টাকার বিনিময়ে কেউ এমবাসেডর হয়। তিনি বললেন আমার জানা নাই বিনা পয়সায় কেউ যাচ্ছে কিনা। যেতেও পারে এটার মধ্যে কোন আপত্তিক তো কোন কিছু কারো নাই। তিনি যেতেই পারেন কারণ টিভিতেও তাকে দেখা যায় কোন সংস্থার হয়ে বিজ্ঞাপন করতে, এটাতো একটা প্রফেশনের প্রশ্ন যেখানে প্রফেশন আছে সেখানে আমাদের হ্যাঁ কিংবা না বলা উচিত নয়।