অবতক খবর,১৭ সেপ্টেম্বরঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73 তম জন্ম দিবস উপলক্ষে আজ অর্থাৎ রবিবার সকাল দশটার সময় বিজেপির মূল কার্যালয়ে মুরলীধর সেন লেনে তাঁর সমস্ত পছন্দের খাবারের আয়োজন করা হয়। আয়োজন করেন নারায়ণ চ্যাটার্জী, নমামী গঙ্গের কো কনভেনার বিজেপি পশ্চিমবঙ্গের। গোলাপ জাম থেকে শুরু করে পায়েস, দই, বিশেষ ক্ষীর এবং সন্দেশ এর আয়োজন করা হয়। এখানে উপস্থিত হন বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য প্রেস কনফারেন্সঃ মোদিজীর ৭৩ তম জন্ম দিবস উপলক্ষে মুরলীধর সেন লেন অর্থাৎ বিজেপির মূল কার্যালয়ে—

• সুকান্ত ভট্টাচার্য মন্তব্য- উনি অবস্থান বুঝিয়ে দিয়েছেন।

•অনুপম হাজরা টুইট- গতকাল আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনেমাত্র দুজন কাউন্সিলর এর বক্তব্য গ্রহণ করতে পারেন না এটাই হচ্ছে হাউস। এভাবে তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

•কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তৃণমূলের প্রতিনিধি দল, চিঠি দেওয়া হয়েছে- এর আগেও তো দেখা করেছেন। মন্ত্রীর সঙ্গে দেখা করলে মন্ত্রী তো আইন পাল্টে দিতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুঠ, দুর্নীতির জন্যই টাকা আটকে রয়েছে পশ্চিমবঙ্গে।

•বীরভূম কনস্টেবল- এরকম কনস্টেবল সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের নিজস্ব অভ্যন্তরীণ কোন সমীকরণ আছে তাই। দুর্নীতির কম্পিটিশনের তৃণমূল সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

•এটা কোন দ্বিচারিতা না, এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় রসায়ন। এরকম অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা তৃণমূল দলটা উঠে যাবে।

•বিজেপির কর্মীর উপর হামলা- আগেও তারা এই কাজ করেছেন আগেও বিভিন্ন হুমকি শিকার হয়েছেন ওই পরিবার তার বাইকে খুন করবার আগে বারংবার হুমকি দেওয়ার পরও সে নিজের বিজেপির অবস্থান থেকে সরে আসেনি। পুলিশ এই মামলায় সহযোগিতা করছে না। ভোট পরবর্তী হিংসায় পুলিশ তো সহযোগিতা করা দূরের কথা প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন।

• নারী নিরাপত্তা প্রশ্নের মুখে মন্দিরতলায় ঘটনা নিয়ে- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যেভাবে তারা পরিচালিত করেছেন সেভাবে দুষ্কৃতীরা ভয় মুক্ত হয়ে গেছেন। তারা নির্ভয় কাজ চালাচ্ছেন।

• রাজ্যের দুর্নীতি নিয়ে- তৃণমূল সরকার এমন কোন দপ্তর বাকির রাখেনি যেখানে দুর্নীতি বাকি নেই।।

• রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে নবান্নের তরফ থেকে তবে DA পাচ্ছে না সরকারি কর্মচারীরা তবে পদোন্নতির স্বার্থে কমিটি গঠন করা হলো কিভাবে দেখছেন বিষয়টা- তৃণমূল কংগ্রেসের এই সরকারকে যারা চোখ বুজে সমর্থন করছেন দুর্নীতিকে যারা সমর্থন করছেন তাদেরই পদোন্নতি হচ্ছে।

• সুকান্তের দলের অবস্থান নিয়ে মন্তব্য- এটা তো আমাদের কংগ্রেস সিপিআইএমের যারা কর্মী আছেন তারা যদি মনে করেন তৃণমূলকে হারাতে হবে তাহলে এই মুহূর্তে তৃণমূল বিসর্জন দিয়ে আসুন।

• যেভাবে বীরভূম আগে চলেছে বর্তমানেও চলবে নেতৃত্বে যদি পরিবর্তন হয় তাও। তৃণমূল সরকারকে পরিবর্তন করতে হবে তবে অবস্থা পরিবর্তন হবে।

•অধীর চৌধুরী বিষয় নিয়ে- অধীর চৌধুরীর উপস্থিতি আর অধীর চৌধুরীর অনুপস্থিতি কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতির কোনো প্রভাব ফেলে? তিনি যদি মনে করে থাকেন তৃণমূলকে এখান থেকে সরাবেন তাহলে নিজের অবস্থান পাল্টাতে হবে।

• কলকাতা পুরসভা ডেঙ্গি মোকাবিলায় প্রসঙ্গে- ওরা মশা না এখন মোদী মারার চেষ্টা করছে। মশা মারতে পারছে না মোদি মারবে বলছে।

• কলকাতা শহরে বোমাতঙ্ক – কলকাতাতেই সব থেকে বোমা বেশী ব্যবহার করা হয়। বোমার ব্যবহার বেশি হচ্ছে কলকাতায়।