অবতক খবর :: শিলিগুড়ি ::২ মে :: আজ শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সদস্য-সদস্যাদের সাথে কথা বলে তৎসহ সম্প্রতি শিলিগুড়ির ৬ টি রোটারি ক্লাব প্রদত্ত মিল্ক শেক থেকে আজ কিছু মিল্ক শেক শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
তিনি পরে জানালেন, “করোনা মোকাবিলায় যারা সবচাইতে অগ্রনী ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা অন্যতম। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর এসেই পড়ে। তাই তাদের জন্য সামান্য কিছু করতে চেষ্টা করছি।”









