অবতক খবর,১৭ জানুয়ারি: এই মুহূর্তের বড় খবর। দুই লক্ষ টাকার জালনোট সহ সামসেরগঞ্জের ধুলিয়ানে গ্রেপ্তার এক ভুয়ো সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলেই ধুলিয়ান কলাবাগান গঙ্গা ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সামসেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে এবং ততপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভুয়ো সাংবাদিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস( ৩১)। তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল।
সামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃত ওই ভুয়ো সাংবাদিক জাল নোট ভর্তি পিঠ ব্যাগ নিয়ে ধুলিয়ান আসে। তারপর ধূলিয়ান গঙ্গা ঘাট দিয়ে মালদা হয়ে জালনোট গুলো পাচারের চেষ্টা করছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে সেই জালনোট পাচারের খবর জানতে পেরেই পুলিশের ততপরতায় ধুলিয়ান গঙ্গা ঘাটে শুরু হয় নাকা তল্লাশি। তাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। বিশ্বজিৎ বিশ্বাসের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুই লক্ষ টাকার জালনোট। সবগুলোই ছিলো পাঁচশো টাকার নোট। বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করে।
যদিও জালনোট উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে। তার একটি পোর্টাল রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃত ভুয়ো সাংবাদিক কতদিন থেকে জালনোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আর কারা রয়েছে এই কারবারে? পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
শুক্রবারই ধৃত ভুয়ো সাংবাদিক পরিচয়ধারী জালনোট পাচারকারীকে আদালতে পাঠাবে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে সাংবাদিকতার পরিচয় দিয়ে গোপনে জালনোট কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় সামসেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।