অবতক খবর,২৪ নভেম্বর: ২৩ নভেম্বর ছিল সাঁইবাবার ৯৮তম জন্মদিবস। এই দিবসটি পালন করলেন সমাজকর্মী অমিতাভ মিত্র। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জনসংযোগ করলেন। অমিতাভ মিত্র বলেন,সত্য সাঁইবাবা, তাঁর আদর্শে অনুপ্রাণিত হাসপাতাল রয়েছে। এটি ভারতবর্ষের একটি সুপ্রসিদ্ধ হাসপাতাল। আমি দুর্ঘটনায় অসুস্থ হয়ে যখন মৃত্যু পথযাত্রী ছিলাম,সেই হাসপাতালের পরিষেবায়, সেখানকার সেবা শুশ্রূষায় আমি সুস্থ হয়ে উঠছি। এই পরিষেবা জনকল্যাণমূলক। তাই তাঁর জন্মদিনকে উপলক্ষ্য করে আমাদের এই জনপদে একটা ক্ষুদ্র আয়োজনের চেষ্টা করি। এদিন তাঁকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ হিসেবে কিছু পরিষেবা প্রদান করি।

এই কাজটির মধ্যে যে ব্যক্তিগত স্বার্থ নেই সেটা আমি বলবো না, ব্যক্তিগত স্বার্থ এটাই মানুষের পাশে থাকা, জনসংযোগ রাখা এবং আমার সীমিত চেষ্টার মধ্যে মানুষকে কিছুটা সহযোগিতা করা। এর থেকে আমি আনন্দ অনুভব করি। এটাই আমার মূলধন। এই আনন্দ উপার্জন করাটাই আমার স্বার্থ। আমি প্রতিবছরই এই আয়োজন করি এবং আমৃত্যু করে যাবো। আমি ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবসে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে চাই,প্রতিবন্ধীদের সম্মান ও শ্রদ্ধা জানানোর যতটুকু সীমিত প্রচেষ্টা তার আয়োজন করে থাকি।