অবতক খবর,২০ অক্টোবর: “অ আ ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া, ক খ গ ঘ গান গেয়ে চলে ডিঙি জেলে বেয়ে “কবিগুরু সহজপাঠের এমনই সব ছোটবেলার সেই দৃশ্য যা চোখে আজও মনে পড়ে তা দেখা মিলবে ইসলামপুর ক্ষুদিরাম পল্লী দূর্গা মন্ডবে। এবছর তাদের থিম সহজ পাটের বিভিন্ন চরিত্র তুলে ধরেছেন এই মন্ডপে। তারা জানাচ্ছেন তাদের মন্ডপে ছোট বড় প্রত্যেকেই আকৃষ্ট হবেন ।কারণ ছোটবেলার সেই মায়ের কাছে বকুনি খেতে খেতে পড়াগুলো চোখের সামনে ভাসবে। মা দুর্গা এখানে স্বয়ং মারুপে কার্তিক, গণেশ ,লক্ষ্মী, সরস্বতী এখানে স্কুল ছাত্র ছাত্রী যারা পড়তে যাচ্ছেন সেইরূপে তুলে ধরা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন সেই ছোটবেলার শিশুদের সঙ্গে ও শিশুর মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে দেবী দুর্গা ও দেবী পরিবারের সদস্যদের। উদ্যোক্তা আরো জানিয়েছেন তাদের থিম অভিনবত্বের ছোঁয়া রাখে দর্শক আকৃষ্ট হবেন তাদের পূজার প্রতি ।