অবতক খবর,১৬ ফেব্রুয়ারি: সল্টলেক করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি আক্রমণের অভিযোগের বিরুদ্ধেই তাদের এদিনের কর্মসূচি।

টাকি সংলগ্ন ইছামতি নদীর পারে থেকে সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সুকান্ত মজুমদার গাড়ির বনেটের উপর পড়ে যান। অসুস্থ অবস্থায় সুকান্ত মজুমদার কে নিয়ে আসা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল। রাজ্য সভাপতির আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সল্টলেক করুণাময়ী সামনে বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি সন্দেশখালি ঘটনা, নারীনির্যাতন,পুলিশের ব্যর্থতা,বিজেপি নেতা কর্মী দের আটক করার প্রতিবাদে পথে নামে সল্টলেক বিজেপির বিধাননগর মণ্ডল 2 সভাপতি সঞ্জয় পয়ড়ার নেতৃত্বে বিজেপি সমর্থকরা। সল্টলেক করুণাময়ী আবাসন থেকে মিছিল শুরু করে সল্টলেক করুণাময়ী চার রাস্তার মোড়ের সামনে এসে, রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা। বিধান নগর পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয।