অবতক খবর , সংবাদদাতা , সল্টলেক :- আজ সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার বাইক র‍্যালি। সেই মতো সল্টলেক জিডি মার্কেট থেকে বাইক র‍্যালি বেরোনোর সময় পুলিশ বাইক র‍্যালি আটকে দেয় ।

 

বিজেপির মহিলা মোর্চার কর্মীদের সাথে বচসা পুলিশের। হেলমেট ছাড়া বাইক র‍্যালি করার অনুমতি নেই এমনটাই দাবি পুলিশের।

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। সবার হেলমেট নেই দাবি পুলিশের।

দীন দয়াল উপাধ্যায়ের স্মরণে আজ এই বাইক র‍্যালি আয়োজন করা হয়েছিল। লেক টাউন পর্যন্ত র‍্যালি যাওয়ার কথা ছিল।