অবতক খবর,১২ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বরের কুসুমগ্রাম কিষাণ মান্ডিতে চলছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা। আজ দুপুরে এই ধান কেনার গতি প্রকৃতি পরিদর্শনে আসা কালনার মহকুমা শাসকের কাছে ক্ষোভ দেখালো ধান দিতে আসা বেশ কিছু চাষী। চাষীদের অভিযোগ কুইন্টাল কিছু ৫ থেকে ৭ কেজি পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। শেখ আবুল হাসান , রমেশ ঘোষ সইফুদ্দিন শেখ আবুল হায়াত মন্ডলদের অভিযোগ পরিষ্কার পরিচ্ছন্ন ধান থাকলেও তাতেও বাদ দিচ্ছে মিলের প্রতিনিধিরা।
তাদের দাবি গাড়ি ভাড়া করে ধান নিয়ে আসার পরেও যদি বেশি বেশি বাদ যায় তাহলে চাষিদের অনেক ক্ষতি হবে। যদিও মিলের প্রতিনিধিদের দাবি যার যেরকম ধানের গুণগত মান রয়েছে সেই অনুযায়ী বাদ যাচ্ছে। মহকুমা শাসক শুভম আগরওয়াল চাষীদের সাথে কথা বলেন। চাষীদের বিক্রি করতে আসা ধানের নমুনা গুলিও দেখেন , অফিসে ঢুকিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন মহকুমা শাসক শুভম আগরওয়াল।
এবং ধান ক্রয়কারী এক আধিকারিককে ধানের বাটা বিষয়টি দেখতে বলেন তিনি। চাষীদের যাতে ক্ষতি না হয় সেই ভাবে ধান বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়ে যান তিনি। এদিন মহকুমা শাসকের সঙ্গে ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস এবং মন্তেশ্বর ব্লকের কৃষি আধিকারিক হরষিত মজুমদার, ও ব্লক খাদ্য আধিকারিক। ধান কেনার বিষয়ে মহকুমা শাসকের নির্দেশ মেনে নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তারা।