অবতক খবর,১১ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের এ গোটরা গ্রাম পঞ্চায়েত দণ্ডীরাট বাজার এলাকার ঘটনা।

রাজ্য সড়ক ২ তথা টাকি রোড ধারে সীমন্ত উন্নয়ন দপ্তরের উদ্যোগে দণ্ডীরাট ফকির হাটখোলা বাজার কমিটি ব্যবস্থাপন কয়েক লক্ষ টাকা ব্যয লকডাউনের আগে ঝা চকচকে শৌচালয় তৈরি হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণে অভাব ছিল। সেই সুযোগে বছর ৩০ এর সাব্বির সরদার স্ত্রীকে সন্তানকে নিয়ে শৌচালয়ের মধ্যে ঢুকে পড়ে দখল করে নেয়। একটা আস্ত শৌচালয় এখন হয়েছে বসবাসের জায়গা।

গত সাত বছর ধরে বেআইনিভাবে সরকারি শৌচালয় দখল করে মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করে এই শৌচালয় বাসস্থানে পরিণত করেছেন। বাজার কমিটি বলছেন, গোটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার ও বাজার কমিটির সদস্য কওসার মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাজার কমিটি থেকে বলছি উঠে যেতে জোরপূর্বক দখল করে তার পরিবার নিয়ে সংসার করছেন। বেআইনিভাবে সম্পূর্ণ একটি সরকারি শৌচালয় দখল করে রেখেছে।

ইতিমধ্যে বাজার কমিটির সভাপতি সম্পাদকের সহ আমরা বৈঠক করেছি আমরা দ্রুত ব্যবস্থা নেব। বসিরহাট থানার পুলিশকে জানানো হয়েছে। দখলদার সাবির সরদার বলেন, শৌচালায় জল নেই বিদ্যুৎ নেই আমরা এখানে বসবাস করছি এটা সরকারি শৌচালয় স্বীকার করে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সাত বছর ধরে সরকারি শৌচালয় ব্যবহার করছেন! কেন প্রশাসন নির্বিকার ছিল?