অবতক খবর,২৭ নভেম্বর: জানাযায় সোমবার বেলা ১১ টা নাগাদ একটি সরকারি বাস ফারাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় নবগ্রামের মহলো NH 34 সংলগ্ন এলাকায় একটি ধান বোঝায় ট্রাক্টর রাস্তার এপার থেকে ওপারের দিকে যাচ্ছিল ঠিক তখনই সরকারি বাসের সাথে ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষের জেরে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে নবগ্রামের মহলো NH 34 সংলগ্ন এলাকায়।