অবতক খবর :: উত্তর দিনাজপুর :: করোনা ভাইরাসের কারণে রাজনৈতিক দল গুলি ছোট ছোট কর্মী সভা করছে সরকারি নিয়ম মেনে। ২০২১ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এক প্রকার প্রস্তুতি শুরু করে রাজনৈতিক দল গুলি।
মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন রাতনের রামপুর এলাকায় একটি তৃণমূলের কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে রাজ্যের মূখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান।
এদিন প্রায় ৩০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কনভেনার উত্তম ঘোষ,প্রাথমিক শিক্ষক সংগঠনের অঞ্চল সভাপতি প্রবোধ দেবসর্মা সহ তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতি নিতাই বৈশ্য জানান,এই বুথ আগাগোরা বিরোধীদের শক্ত ঘাটি ছিলো। যেভাবে রাজ্যের মূখ্যমন্ত্রী কাজ করে চলেছে সেই কারণে বিরোধী দলের কর্মীরা আজ তৃণমূলের যোগদান করে। এই যোগদানের ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাতন এলাকায় অনেকটা শক্তিশালী হল তৃণমূল।