অবতক খবর,৩০ অক্টোবর: পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে সরকারি জমির উপর থাকা ড্রেন কভার করে টালি বসিয়ে নিজের বাণিজ্যিক ভবনের মূল প্রবেশদ্বারে ব্যবসার সৌন্দর্যায়ন করে নিজের স্বার্থ সিদ্ধির অভিযোগ উঠল নৈহাটি বিধানসভার অন্তর্গত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ রোডের ওপর ৫৮ নম্বর সংসদে নতুন গজিয়ে ওঠা নতুন বিল্ডিংটি ।

যদিও বিরোধী বিজেপি নেতা রূপক মিত্র বলেন বেআইনিভাবে ড্রেন দখল করে টালি বসিয়ে নিজের ব্যবসা স্থান করে নেওয়ার জন্য শাসকদলকে এক হাত নেন। যদিও তৃণমূল কংগ্রেস পরিচালিত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মন্ডল জানান পঞ্চায়েতের লিখিত জানাবার আগেই তিনি এই কাজ শুরু করে দেন বলে অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের।

যদিও এই কাজকে উপপ্রধান সমর্থন করেননি । তবে কার মদতে সরকারি ড্রেন কভার করে টালি বসিয়ে নিজের বাণিজ্যিক ভবন ব্যবসার সৌন্দর্যায়নের উদ্যোগ নিলেন তা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মুখে।