অবতক খবর :: হুগলী ::    পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত কলকারখানা অফিস খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার। সেই মতন বেশ কয়েকদিন ধরেই সমস্ত অফিস খুলে গেছে এতে বিপাকে পড়েছিলেন কর্মচারীরা। লকডাউন এর ফলে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় কিভাবে অফিস যাবেন তা নিয়ে চিন্তিত ছিলেন নিত্যযাত্রীরা। বলাগড় বিধানসভার সেই সমস্ত মানুষদের কথা ভেবেই সরকারিভাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তত্ত্বাবধানে বাস চালানোর কথা ভাবে রাজ্য সরকার।

আজ সকালে কালনা থেকে কলকাতার উদ্দেশ্যে প্রথম বাসটি রওনা দেয়। এদিন বলাগড় বিধানসভার জিরাট বাসস্ট্যান্ড থেকে সবুজ পতাকা দেখিয়ে তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অসিত মজুমদার, বলগড় বিধানসভার বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় ব্লকের নেতৃত্বরা।

কালনা থেকে কলকাতা যাওয়ার বাসের ভাড়া ৮০ টাকা এবং জিরাট থেকে কলকাতা যাওয়ার বাসের ভাড়া ৬৫ টাকা। কালনা থেকে ছাড়ার পর বাসটি গুপ্তিপাড়া, নাটাগড়,জিরাট, আদি সপ্তগ্রাম হয়ে দিল্লি রোড দিয়ে ডানকুনি সাঁতরাগাছি হয়ে ধর্মতলা পৌঁছাবে। তবে প্রথম দিনে যাত্রীদের অনুরোধে চেয়ারম্যান অসিত মজুমদার ও বিধায়ক অসীম মাঝি স্থায়ীভাবে এই রুটটি চালু করার ব্যবস্থা করেন ।তবে এবার কালনার পরিবর্তে গুপ্তিপাড়া মনসাতলা থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি।