অবতক খবর,১৮ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:   মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের কসা- বলরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিরাট জয়জয়কার তৃণমূলের। আজ সমবায়ে পরিচালন সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস । বোর্ড গঠনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বামুনপাড়া অঞ্চল এলাকার কসা, হুড়কোডাঙ্গা, চুয়াডাঙ্গা, নতুনগ্রাম, সমষপুর, সিরাজপুর, লোহনা বলরামপুর, সহ আটটি গ্রামের প্রায় সাড়ে সাতশো চাষি এই সমবায়ের সদস্য।

উপস্থিত মন্তেশ্বর ব্লক সমবায় আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য বলেন জয়ী ৯জন সদস্যকে নিয়ে আজ সমবায়ের বোর্ড গঠন করা হয়েছে। যার সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন কুন্তল মণ্ডল, সহ-সভাপতি চন্দ্রগোপাল পাল ও সম্পাদক নির্বাচিত হন হর্ষ কুমার সামন্ত। উপস্থিত বামুনপাড়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কাউসার সেখ বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে এই সমবায় চাষীদের সবরকম সুবিধা সুযোগ প্রদান করেছে।

তাই বিরোধীরা এখানে দাঁড়াবার মতো কোন প্রার্থী খুঁজে পায়নি। তাই তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় লাভ করে বোর্ড গঠন করে বলে জানান অঞ্চল সভাপতি কাউসার শেখ।