অবতক খবর,৪ ডিসেম্বর: গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এল এস প্রাইমারী কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সোসাইটি লিমিটেড এর নির্বাচন হয়েছে। সেখানে বামেদের কাছে ৪০-১১ আসনে পরাস্ত হল তৃণমূল।
জানাগিয়েছে, ডুমা সমবায়ে মোট আসন ৫১ টি। এই নির্বাচনে বিজেপি প্রার্থী না দেওয়ার বামেদের সঙ্গে লড়াই হয় শাসক দলের। সেখানে ৪০ টি আসনে জয়ী হয়েছে বামেরা এবং ১১ টি আসনে পেয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনে আগে সমবায় নির্বাচনে ব্যাপক জয় পেয়ে উচ্ছ্বাসিত গাইঘাটার বাম নেতৃত্ব।