অবতক খবর,১৮ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:
মন্তেশ্বর ব্লকের পিপলন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোন বিরোধী দল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিপলন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে ৪৭টা আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস।

পিপলন , বোনপুর , ইচু, বামুনিয়া গ্রামের প্রায় ১১৬২ জন চাষীরা এই সমিতির সদস্য। বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। বুধবার এই সমবায় সমিতির নির্বাচনের ৪৭টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল।
১৭ই ডিসেম্বর ও ১৮ই ডিসেম্বর এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই বুধবার ১৮ই ডিসেম্বর দুপুর ৩টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি, বা তুলেনি।তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার সুব্রত কুন্ডু।

এই সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী , দেবব্রত দত্ত, প্রার্থী শেখ বসিরউদ্দিন আরও জানান বেশ কয়েকবছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহযোগিতায়এবং চাষীদের সুবিধার্থে সমিতিতে রাসায়নিক সারের ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে। তার ফলে চাষিরা অল্প মূল্য সার সহ শস্যবীমা ধানের বীজ অন্যান্য সুবিধা গ্রহণ করে ।

সমিতির এই উন্নয়নের জন্য বিরোধীরা কোন প্রার্থী খুঁজে পায় নাই, বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয় নাই বলেই ,বিরোধীরা প্রার্থী দিতে পারে নাই বলেই জানান তারা। ১৭ই এবং ১৮ই ডিসেম্বর পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরিফুউদ্দিন ও তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত দত্তের নেতৃত্বে ৪৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন পিপলন অঞ্চলের প্রধান, ও উপপ্রধান শেখ শরিফ উদ্দিন, অঞ্চল সভাপতি দেবব্রত দত্ত সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছাসে মেতে উঠেন।