অবতক খবর,১১ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের কষা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। কষা, হুড়কোডাঙ্গা বলরামপুর, চুয়াডাঙ্গা, সমষপুর, নতুনগ্রাম, সিরাজপুর, লোহনা গ্রামের প্রায় ৭২৩ জন চাষীরা এই সমিতির সদস্য। বছর দুই আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়।

এই সমবায় সমিতির ম্যানেজার বলেন আজ এই সমবায় সমিতির নির্বাচনের ৯টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। গতকাল,মঙ্গলবার ও আজ এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই আজ বিকাল ২টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি, বা তুলেনি।তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার।

কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খারাপ ছিল। বামুনপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাওসার শেখ বলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহযোগিতায়এবং চাষীদের সুবিধার্থে এই সমিতিতে কাজ হয়। তার ফলে শস্যবীমা ধানের বীজ অন্যান্য সুবিধা গ্রহণ করে বলে জানান সমবায় সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থী কুন্তল মন্ডল, রবিউল শেখ, কিবরিয়া মল্লিক, হর্স কুমার সামন্ত, চন্দ্র গোপাল পাল,এবং ইলা মন্ডল, রেক্সোনা বিবিরা।