অবতক খবর,২১ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের তৈয়েবপুর ভাই ভাই সংঘের উদ্যোগে তৈয়েবপুর গ্রামের ভাই ভাই সংঘের প্রাঙ্গনে
খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন এলাকার১৬ টি ক্রিকেট দলের টিম নিয়ে এক রাত্রি ব্যাপি সভাপতি কাপ শ্যাডো ক্রিকেট একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৬টি ক্রিকেট দলের খেলার টিম নিয়ে বৃহস্পতিবার রাত ৮ টায় শুরু হয়ে আজ শুক্রবার সকাল পর্যন্ত ফাইনাল খেলার মাধ্যমে খেলাটি শেষ হয় ।
এই ক্রিকেট প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান , পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ,মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

খেলার প্রধান উদ্যোক্তা ইসারুল মণ্ডল জানান এই শ্যাডো ক্রিকেট খেলা এই বছর ৫ তম বছরে পদার্পণ করে। এই শ্যাডো ক্রিকেট
প্রতিযোগিতা খেলার মধ্য দিয়ে আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে মাঠ মুখি করার জন্যই এই খেলার মূল লক্ষ্য। খেলার শুভ সূচনা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান খেলা হচ্ছে শিক্ষার একটি অঙ্গ, গ্রাম বাংলা এইরকম খেলার উদ্যোগ নেওয়া হলে এখনকার ছাত্র-ছাত্রীরা খারাপ মনোভাব পোষণ না করে একধারে যেমন খেলার মাঠ মুখি হওয়ার উৎসাহিত হবে, তেমনি খেলার মধ্য দিয়ে গ্রাম বাংলায় প্রতিভাভান খেলোয়াড় ওঠে আসবে, ও অন্য ধারে শিক্ষার মান উন্নতি হবে বলে তিনি জানান।

এই দিনের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বর ব্লকের খান মোবাইল পয়েন্ট ক্রিকেট একাদশ বনাম রুবেল ইলেভেন ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় রুবেল ইলেভেন একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৬ ওভারে সব উইকেট হারিয়ে ৩৪ রান করে। জবাবে দ্বিতীয়ার্ধে খান মোবাইল পয়েন্ট একাদশ ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত ৬ ওভারের মধ্যে ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেট ৩৪ রান তুলে নিয়ে চাম্পিয়ান হয় খান মোবাইল পয়েন্ট একাদশ। খেলায় ৭ উইকেটে চ্যাম্পিয়ন হয় খান মোবাইল পয়েন্ট একাদশ।
এই খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট হয় চ্যাম্পিয়ন খান মোবাইল পয়েন্ট একাদশ দলের জসিম রহমান।
ম্যান অফ দা ম্যাচ হয় চ্যাম্পিয়ন খান মোবাইল পয়েন্ট একাদশ দলের মিস্টার মাস্টার ।