অবতক খবর,২৭ জানুয়ারি: সভাপতি কাপের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল আজ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মসলদহ হাসপাতাল ফুটবল ফিল্ড অঞ্চলে। গত কুড়ি জানুয়ারি থেকে এই ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছিল। বাংলা বিহার ঝাড়খন্ড একাধিক টিম এই খেলায় অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের আজকে ছিল ফাইনাল খেলা। এদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাঠিয়ার একাদশ এবং জগন্নাথপুর ফুটবল টিম। এ দিনের খেলায় জগন্নাথপুর ফুটবল টিম ৪-২ গোলে কাটিহার বিহার কে হারিয়ে দেয়।
জয়ী দলকে ৫৫ হাজার এবং রানার দলকে ৪৪ হাজার টাকা পুরস্কার তার সঙ্গে ট্রফি দেওয়া হয়। এই গ্রামের মূলত হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানের উদ্যোগে হয়ে আসছে। এদিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদ সদস্য বাবু বকশী বুলবুল খান, জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম সহ আরো অনেকে। এদিনের এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা ছিল টঙ্গে। প্রায় ২৫ হাজার দর্শকের সমাগম হয়েছিল এই ফাইনাল খেলা দেখার জন্য।