অবতক খবর, সৌরভ নস্কর , দক্ষিণ 24 পরগনা :- যাওয়ার পথে ট্রাকের সাথে একটি মেসিন ভ্যান এর মুখোমুখি ধাক্কা। মেসিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থেকে আসা মাল বোঝাই ট্রাকে।
সময় তখন ২.৩০মিনিট নাগাদ । সাগর জোড়া মন্দির স্টপেজের কাছে। ঘটনায় আহত মেছিন ভ্যান এর ড্রাইভার সহ এর যাত্রী প্রায় ১০ জন ।
সভাতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং আহত দের নিয়ে যাওয়া হয় সাগর হাসপাতালে।