অবতক খবর,২ জুন: সাত দফার ভোটপর্ব শেষ। সব বুথফেরদ সমীক্ষার ইঙ্গিত ,এনডিএ শরিকদের নিয়ে তৃতীয় বার কেন্দ্রের সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী ।তবে তাঁর তোলা ‘৪০০’পার শ্লোগান ছোঁয়া সম্ভব কী ?বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা

নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে ।
ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে তা কিন্তু নয় । একেবারে ভুল প্রমাণিত হওয়ার
উদাহরণ অসংখ্য। যদিও বা বুথ ফেরত সমীক্ষায় বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ।

সূত্রের খবর, ভোট পন্ডিতদের একাংশ মনে করেন যে এই ধরণের সমীক্ষায় মোটের ওপর ভোটারদের মনের একটি আভাস পাওয়ার
সম্ভাবনা থাকে ।তবে ঘটনাচক্রে ২০১৪, এবং২০১৯, সালের লোকসভা ভোটার মতোই এবারেও সব বুথ ফেরত সমীক্ষায় বলছে
সরকার গড়তে চলেছে এনডিএ ।
স্থানীয় সূত্রের খবর ৪৫৩,আসনের লোকসভায় ভোটের আগেই গুজরাতের জিতে গিয়েছে বিজেপি ।

অধিকাংশ বুথফেরদ সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তর ও পশ্চিম ভারতে জমি ধরে রাখার পাশা পাশি দক্ষিণ ভারতেও অগ্রগতি
হতে পারে বিজেপির ।এমনকি ,একবছর আগে যেতা কর্ণাটক এবং ছ-মাস আগে জেতা তেলেঙ্গানাতেও জনসমর্থন ধরে রাখতে
ব্যার্থ হতে পারে কংগ্রেস ।তাৎপর্য পূর্ণভাবে এই প্রথম কেরলে একা লড়ে বিজেপি আসন জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অধিকাংশ সমীক্ষায় ।