সবুজায়নে নববারাকপুরে পরিচ্ছন্নতা অভিযান

অবতক খবর,২৪ নভেম্বর,নববারাকপুর: দীর্ঘ দিন ধরে রেললাইন ধারে নোংরা আর্বজনা জঞ্জাল স্তূপাকৃতি পড়ে রয়েছে। শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব খুবই কম।নেই বললেই চলে জাকিয়ে শীত পড়তেই।শহর জুড়ে চলছে সাফাই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ।বৃহস্পতিবার সকালে নববারাকপুর পুরসভার ১২নং ওয়ার্ডের পুরাতন বাজার রোডে রেললাইন ধারে জেসিপি দিয়ে স্তূপাকৃতি ময়লা আবর্জনা তুলে সবুজায়নে পরিচ্ছন্নতা করা হয়।স্হানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানান শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব নেই। পার্শ্ববর্তী অন্যান্য পুরসভা এলাকায় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়লেও নববারাকপুরে এই মুহূর্তে ডেঙ্গি নেই। নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার তত্ত্বাবধানে শহর জুড়ে চলছে পরিচ্ছন্নতা অভিযান।

সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রেললাইন ধারে দীর্ঘদিন ধরে স্তূপাকৃতি ময়লা আবর্জনা জঞ্জাল তুলে পরিচ্ছন্নতা করা হল ।এলাকার মানুষের সুবিধার্থে পুরসভার পুরপ্রধানের ঐকান্তিক নির্দেশে এবং পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দীর তৎপরতায় এই পরিচ্ছন্নতা অভিযান বিরাট সাফল্য পেল এলাকাবাসী। পরিষ্কার পরিচ্ছন্নতা করে এলাকায় সবুজায়নে সুন্দর পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ডেঙ্গির প্রাদুর্ভাব নেই। পুরসভার ডেঙ্গি টিম শহর জুড়ে প্রতিটি ওয়ার্ডে যথেষ্ট সচেতন ছিল। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারভিযান বিরাট সফলতা এনেছেন এলাকাবাসী।