অবতক খবর, শিলিগুড়ি , ১৯ এপ্রিল :: শিলিগুড়িতে বাজার নিয়ে সমস্যা মাছের ব্যবসায়ী এবং সবজী ব্যবসায়ীদের মধ্যে। শেষ পর্যন্ত মধ্যস্থতায় নামতে হল প্রসাশনকে।
এমনিতে বসতে হবে বাজার ছাড়া আলাদা জায়গাতে, নতুবা গোষ্ঠী সংক্রমণের ভয়। আবার দুই ব্যবসায়ী একই জায়গাতে বসতে চাইছেন না। আর শিলিগুড়িতে পরিবর্তিত জায়গাতে বসা নিয়েই সবজী এবং মাছের ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা। সবজী ব্যবসায়ীদের বক্তব্য,”একই জায়গাতে বসলে তাদের অনেক নিরামিষভোজী ক্রেতা আছেন তারা আসতে চাইছেন না।”
অন্যদিকে মুরগি ব্যবসায়ীরাও চাইছেন আলাদা জায়গাতে বসতে,সব মিলিয়ে দুপক্ষের মধ্যে তুমুল ঝামেলা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে পথে নামল প্রশাসন। উভয়ের মধ্যস্থতায় ঠিক হয়,সবজী ব্যবসায়ীরা এখন থেকে কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে বসবেন। আর মুরগির মাংস বিক্রেতারা বসবেন নিজেদের পুরানো জায়গাতেই। গোষ্ঠী সংক্রমণ এড়িয়ে যেতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন শিলিগুড়ি প্রশাসন।