অবতক খবর,১৮ মার্চ, মালদা:- সপ্তাহের প্রথম দিনেই জমজমাট মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের ভোট প্রচার। মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেড়িয়ে পড়েছেন সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসুন বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মু দিনভর প্রচার চালান গাজোল বিধানসভা এলাকায়।
অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি চলে হবিবপুর বিধানসভা এলাকায়। ভোট প্রচারের ফাঁকে দুই প্রার্থীই জেতার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুরুত্ব দিতে চাননি দু’জনের কেউই।