সন্দেশখালি সিরিজ — সাত

১) তেজ

তুমি তো পূর্ণিমায় জোছনার কথা লেখ কবি
এই লক্ষ্মীরা পূর্ণিমায় আঁকে কোন্ ছবি?
ওরা বলে,
চাইনা লক্ষ্মীর ভাণ্ডার, ওতো ভিক্ষে করে খাওয়া
আমরা গতর বেচে খাই না, গতরে খেটে খাই
রোদ বৃষ্টি ঝড় জলে আমাদের আসা যাওয়া।
খেটে খাওয়া মানুষ আমরা, চাই নারীর সম্মান
আমাদের বড় জেদ আমাদের বড় তেজ
ভাণ্ডারের ভাতা নিয়ে ভোটের পণ্য হব কেন
প্রজন্মকে শেখাবো লড়াইয়ের গান!

২) নারীর পায়ের কাছে

সন্দেশখালি দেখো কিছু তো শেখো!
পুরুষ পৌরুষত্ব কত রকম হম্বিতম্বি দেখাও
এখন তো অন্তত নারীর পায়ের কাছে মাথাটা ঠেকাও।

এইভাবে একদিন পৃথিবীর সব নারী মা হয়ে যায়
মা-ই ভূমি, জননী জন্মভূমি হয়ে দাঁড়ায়!

ত) সন্দেশখালির চাঁদ

কাল ছিল মাঘী পূর্ণিমা
কাদের হৃদয় ভেসে যায় জোছনার জলে
সন্দেশখালিতে আগুন জ্বলে

কাল ছিল মাঘী পূর্ণিমা
কোন্ নারীকবিরা শুয়েছিল দেহবাঁকে
সন্দেশখালির নারীরা কান্নার ছবি আঁকে

কাল ছিল মাঘী পূর্ণিমা
আকাশে উঠেছিল বিশাল গোল চাঁদ
পুলিশি সন্ত্রাসে পাড়া কাঁপে
সন্দেশখালির মায়েদের নিদ্রা বরবাদ!