সন্দেশখালি সিরিজ– চার

১) মাপজোক

বাংলা নিজের মেয়েকে চায়
পার্টি পরের মেয়েকে চায়।
শরীরের মাপ সঠিক হলে ডেকে পাঠায়।
মেয়ে অসহায়, রাতভর নীরবে চেঁচায়!

২) এই মেয়েরা

এই মেয়েরা তোমরা তো ভ্যালেন্টাইন্স ডে-তে জাগো!
কার বুকে যেন মাথা রাখো!
ভালোবাসার কত কবিতা লেখো
তোমরা কি সন্দেশখালি দেখো?

৩) হোম টাস্ক

সন্দেশখালিতে ফিরে এলো নাকি কোভিড
কোনো মহামারী কি কাঁপিয়ে দিয়েছে ভিত?
মহিলাদের মুখ ঢাকা কেন, এ কোন্ মাস্ক?
তাদের পার্টি অফিসে রাতে নিয়ে যায় শুনি
শাজাহানেরা শেখায় কীসব যেন হোমটাস্ক !

৪) সন্দেশখালি জ্বলছে

সন্দেশখালি জ্বলছে
মায়েদের মুখগুলি আভায় উজ্জ্বল
আগুন দেখবি নাকি চল্!
কাকতালীয়ভাবে
দুই মন্ত্রী যাচ্ছে দেখতে ঘটনাস্থল।

আগুন নিভবে কিনা জানিনা
এক মন্ত্রীর হাতে জলসেচের যন্ত্র
অন্য মন্ত্রীকে নিয়ে
ঘন্টা বাজাতে বাজাতে ছুটছে দমকল!

৫) নাম পরিবর্তন

নাম ছিল সন্দেশখালি
পাল্টে হয়ে গেল পিঠেপুলি!

৬) গোল চাঁদ

কাল ছিল মাঘী পূর্ণিমা
কাদের হৃদয় ভেসে যায় জোছনার জলে
সন্দেশখালিতে আগুন জ্বলে

কাল ছিল মাঘী পূর্ণিমা
কোন নারীকবিরা শুয়েছিল দেহবাঁকে
সন্দেশখালির নারীরা কান্নার ছবি আঁকে

কাল ছিল মাঘী পূর্ণিমা
আকাশে উঠেছিল বড় গোল চাঁদ
পুলিশি সন্ত্রাসে পাড়া কাঁপে
সন্দেশখালির নিদ্রা বরবাদ