অবতক খবর,১৬ জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডের গ্রেপ্তার আরো তিন মোট গ্রেফতারের সংখ্যা সাত তাদেরকে আজ আদালতে তোলা হয়েছে।

সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ আজ তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এদের নাম এনামুল শেখ, আইজুল শেখ,এদের বাড়ি নেজাট থানার বড় আজগরা গ্রামে। বাকি হাজিনুর শেখ এর বাড়ি সন্দেশখালি থানার সরবেড়িয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায়।এদেরকে ঐ দিনের ভিডিও ফুটেজ দেখে ন‍্যজাট থানার পুলিশ সনাক্ত করে। এই তিন জনকে আদালত ৬ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

সন্দেশখালি কান্ডের প্রথম গ্রেপ্তার হয় সাত দিনের মাথায় সুকোমল সরদার ও মেহবুব মোল্লা এদেরকে গ্রেফতার করে সন্দেশখালি এলাকা থেকে তারপর এদেরকে জেরা করে আরো দুজন গ্রেফতার হয় সন্দেশখালি রামপুরের বাসিন্দা সঞ্জয় মন্ডল ও আলী হোসেন ঘরামী কে গ্রেপ্তার করে মিনাখার খড়ি বেরিয়া বাজার থেকে। এদেরকে আদালতে তোলা হয়েছে ন্যাজাট থানার পুলিশ এই সাতজনকে পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে মহামান্য আদালতের কাছে । এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে আসল মাথা অর্থাৎ শেখ শাহাজাহান কোথায় আছে তার খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাবে ন‍্যাজাট থানার পুলিশ।