অবতক খবর,৩০ অক্টোবর: মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লেখান কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মণ্ডল রেখা পাত্রর রাজনৈতিক গুরু বলে পরিচিত। মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার আগে অন্যতম আন্দোলনকারীর তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, নিজের ভুল বুঝতে পেরে শাসকদলে যোগ দিয়েছেন সন্দেশখালির আন্দোলনকারী সুজয়। আর সুজয় নিজে বললেন, ‘তৃণমূলে যোগদানের প্রথম এবং প্রধান কারণ হল, প্রথম থেকেই আমি এই তৃণমূল দলটাকে ভালবাসতাম, করতাম, সদস্য-সমর্থক হিসেবে ছিলাম। মাঝখানে গুটিকয় ব্যক্তি, যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই দলটাকে ব্যবহার করে তৃণমূলের বদনাম করে যাচ্ছিল। তীরা হচ্ছে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি। যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। ‘