৮ মার্চ ১৯৪৭, বেড়মজুর
সন্দেশখালির মা
তমাল সাহা
সন্দেশখালির বেড়মজুরের জঙ্গি মায়েরা শোনো গো, পুলিশের মুখোমুখি দাঁড়ানো লড়াকু মায়েরা শোনো গো!
বেড়মজুরে একদিন গুলি চলেছিল ৮ মার্চ ১৯৪৭।
এক চাষী নেতাকে গ্রেফতার করে আটকে রাখা হয়েছিল বেড়মজুর কাছারিতে।
হাজার হাজার চাষা ঘিরে ফেলে সেই কাছারি বাড়ি। কাছারি বাড়িটি ছিল একটু উঁচু জায়গায় নদীর পারে। সন্ধ্যে হয়ে এসেছে। কাছারি থেকে শুরু হল ফায়ারিং। সামাল দিতে পারেনি কৃষকেরা সেই লড়াই। সাত জন লড়াকু চাষা খুন হয়ে গেল। কে কে শহিদ হয়েছিল শোনো— রবিরাম সরদার, পাগলু সরদার, চামু বিশাল, বৈড়া সরদার, রতিরাম সরদার।
তাঁদের নামে শহীদ বেদি তৈরি হয়েছিল এই গ্রামে। তাঁদের নামে গড়ে ওঠা স্মৃতি উদ্যান বেদখল হয়ে গিয়েছে। এই স্মৃতি উদ্যান শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিন তার স্ত্রীর নামে করে নিয়েছে। এমনই গ্রামের মানুষের অভিযোগ।
প্রখ্যাত গণসংগীতকার গেয়ে উঠেছিলেন
অহল্যা মা তোমার সন্তান জন্ম নিল না
ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা
শত কংস ধ্বংস করে যে শিশু জন্মিবে
মাঠে মাঠে তারি জল্পনা।