অবতক খবর,১৯ ফেব্রুয়ারি: সন্দেশখলীর বিভিন্ন মৌজার প্রায় ৫২ জন জমি মালিকদের আজ জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যাবস্থা করলো জেলা পরিষদ।আজ বারাসাতের জেলা পরিষদ দফতরে এই পাট্টা ও সেই জমির রেকর্ড তথা নাম নথি ভিক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।তবে এই অনুষ্ঠানে উপস্থিত জমির মালিকরা বলেন,প্রায় দুই বছর ধরে জমির রেকর্ড হচ্ছিল না।শাজাহান শেখ ও তার দলবল জমির কাজ আটকে রেখেছিল ।

সমস্যায় পড়েছিলেন তারা ।আজ পদ্ধতিগত বিষয়কে অবলম্বন করে ধাপে ধাপে দেওয়া হচ্ছে রেকর্ডের কাজ।পরে নারায়ণ গোস্বামী বলেন,কোনো অজানা কারণে জমির কাজ স্তব্ধ থাকলেও আখন থেকেই সেই কাজ স্বাভাবিক ভাবে চলবে।