অবতক খবর,৩ জুন: সন্দেশখালিতে বিজেপির আরও সাত জন গ্রেপ্তার,ভোটের দিন পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত ১২।

সূত্রের খবর ভোটের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে বিজেপি কর্মী এবং একাদিক সমর্থকদের ।
ঐদিন রাতেই বিজেপির ৫জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।ওই ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২।

, শনিবার নির্বাচনের শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে ।উত্তর ২৪পরগনা জেলার সন্দেশখালিতে গত জানুয়ারি
মাস থেকে রাজ্য রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে বার বার।ভোটকে কেন্দ্র করে দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়ায় ।এমন কি ,সন্দেশখালি যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাটের বিজেপি প্রার্থী একাংশ কে নিশানা করেন ।ভোটকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়ায়
তখনই পাঁচজনকে গ্রেপ্তার করেন পুলিশ ।

পুলিশ সূত্রের খবর ;ভোটের দিন বিকেলে বেরমজুরের ভোলাপাড়ায় সন্দেশখালি থানার সাগির গাজিকে আক্রমণের ঘটনায় বেরমজুর থেকে
সাতজনকে গ্রেপ্তার করলেন পুলিশ ।অভিযুক্তদের নাম,দীনেশ বারিক,পরিতোষ সর্দার ,চিরঞ্জিৎ সর্দার ,কৃষ্ণ সর্দার,দিলীপ সর্দার,মিহির হালদার ,
এবং সায়ন বন্ধোপাধ্যায় ।তাদের বিরুদ্ধে ১৪৭,১৪৮,১৪৯,১৮৬,১৮৯,৩৫৩,৩৩৩,৩০৩,৩৭৯,ধারায় মামলা দায়ের করা হয়েছে ।যার মধ্যে রয়েছে বেশ কিছু জামিনের অযোগ্য ধারা ।

স্থানীয় সূত্রের খবর ,এই ঘটনারপর সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য রবিবার থেকে ভোটের ফলপ্রকাশের দিন মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ
জায়গায় ১৪৪ধারা জারি করেছে প্রশাসন ।