অবতক খবর,৬ জানুয়ারি: উত্তর ২৪ পরগনা বসিরহাটে মহাকুমার সন্দেশখালীর দু নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জে কে মিলন বাজার সংলগ্ন নদীর চর অবৈধভাবে দখল করে নিচ্ছে এলাকার তৃণমূলের নেতারা। শেখ শাহজাহান ও শিবু প্রসাদ হাজরার অনুগামীরা অবৈধভাবে নদীর চর দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।

তাই যাতে নদীর চর বিক্রি না হয় তার দাবিতে বিক্ষোভ খোরাকাটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য সহকর্মী সমর্থকরা তারা চাইছেন জোরপূর্বক বেআইনিভাবে জমি দখল হয়েছিল এই জমি আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে সরকারি হারানো জমি ফিরে পেতে সরকারি। বিক্ষোভ দেখাচ্ছেন বদ্বীপ অঞ্চলের মানুষরা।