অবতক খবর,১০ সেপ্টেম্বর: আদালত থেকে ধৃত সন্দীপ ঘোষ প্রিজন ভ্যানে উঠবার সময় জনসাধারণ প্রিজন ভ্যানে জুতো ছুড়ে মারে
আইনজীবীরা এবং আদালত চত্বরে উপস্থিত আমজনতার উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই স্লোগানে মুখর হন।
কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় চার ধৃতকেই আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে আদালত থেকে নিয়ে যাওয়া হলো।