অবতক খবর,৩ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: সদ্য ৩ দিন আগে বাবা মারা গেছেন। এখনো পরলৌকিক কাজ শেষ হয়নি। এরই মাঝে শুরু হয়েছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। প্রয়াত বাবার ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে। বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। তাই সদ্য বাবাকে হারিয়েও বাবার ইচ্ছা পূরণে শোক ভুলে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে স্বনার্ভ চ্যাটার্জী। সহপাঠীদের সঙ্গে সাদা থানের কাচা পড়ে কোমরের কম্বলের আসন গুঁজে হাতে পরীক্ষার এডমিট কার্ড কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে স্বনর্ভ ।
এইরকম ছবি দেখা গেলো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে।
স্বনার্ভ চ্যাটার্জি মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তিনদিন আগে গত শনিবার রাতে ব্রেন স্টোকে মৃত্যু হয়েছে স্বনার্ভ এর বাবা মলয় চ্যাটার্জির ,বয়স প্রায় ৫২ বছর বলে জানা যায়।
এখনো মেটেনি পরলৌকিক কাজ। আর এরই মধ্যে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা শুরু হয়ে যায়। বাবার মৃত্যুর শোককে কিছুটা হলেও ভুলে বাবার স্বপ্ন পূরণ করার জন্যই পরীক্ষা দিতে আসা বলে জানান পরীক্ষার্থী স্বনার্ভ চ্যাটার্জি। পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় পরীক্ষা ভালো হয়েছে বলে জানান স্বনার্ভ। সে আরো জানায় পরীক্ষা না দিলে এক বছর সময় নষ্ট হয়ে যেত সেটা আরো খারাপ হত বলে সে জানান। তার মনোবলের প্রশংসা করেছে এই পরীক্ষা কেন্দ্রের তথা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র।