অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-  করণা পরিস্থিতিতে , প্রতিবছরের মতো এবারও সত্যম চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন করা হলো। করোনার কথা মাথায় রেখে এবার হোমে সকলকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু দুপুরের যারা আবাসিক আছে তাদের এবং সকালে যারা আছে তাদের মধ্যে ভাইফোঁটা আয়োজন করা হয়েছিল। প্রায় ৪২জন , ৬ থেকে ১৮ বছর ছেলেমেয়েদের ভাইফোঁটায় দিতে দেখা যায়।

 

 

 

বৃদ্ধা আশ্রম ও চালায় এই সোসাইটি , তাদের মধ্যেও ভাইফোঁটা আয়োজন করা হয়েছিল। এ সোসাইটি হোমের ছেলে মেয়েদের টিউশন দেন।