অবতক খবর,৩ জানুয়ারি: গত একুশে নভেম্বর নিজের বাড়ির সামনে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদব। সেই খুনের ঘটনায় গত ২১ শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল বারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জীত সিং ওরফে পাপ্পুকে। বাইশে ডিসেম্বর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেইমতো ২৭ ডিসেম্বর তাকে ফের বারাকপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাযতের নির্দেশ দেন বিচারক।

আজ সাত দিনে পুলিশে হেফাজত শেষ হলে তাকে ফের বারাকপুর আদালতে তোলা হয় খুনের ঘটনায় সেভাবে কোন প্রমাণ দিতে পারিনি তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তবে অন্য একটি মামলায় তাকে পুলিশি হেফাজতের নির্দেশ চাওয়া হয়। জগদ্দল থানার ২০২২ সালের ৬৭৫ নম্বর মামলায় জুয়ার থেকে খুন হওয়া রাজ পাণ্ডের খুনের ঘটনায় তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বারাকপুরের বিচারক আগামী ৫ই জানুয়ারি তাকে ফেক তোলা হবে বারাকপুর আদালতে এমনটাই জানালেন তার আইনজীবী সুশান্ত রায়।