অবতক খবর,১৯ ডিসেম্বর: আজ নদিয়ার কল্যাণী এইমস হাসপাতালে শারীরিক চিকিৎসা করতে আসেন বাংলাদেশের চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাঁর সাথে ছিলেন তার সহধর্মিনী। তাঁরা দুজনে চিকিৎসা করাতে আসেন কল্যাণীএমইস হাসপাতালে।
এরপর কিছুক্ষণের জন্য সগুনা ইসকন মন্দিরে ইসকনের ভক্তদের সাথেও দেখা করে গেলেন রবীন্দ্র ঘোষ।তাঁকে বরণ করে নেওয়া হয় সগুনা ইসকনের সদস্যদের পক্ষ থেকে। উত্তরীয় ও একটি ইসকনের বই তুলে দেওয়া হয় ইসকনের পক্ষ থেকে রবীন্দ্র ঘোষের হাতে।