অবতক খবর,৩০ মার্চ, বিরাটি : গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা মিছিলে বেরিয়েছেন। সকলকে ধন্যবাদ ও অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এত বড় মিছিল এর আগে কখনও দেখিনি। কাছাকাছি কোন শক্তি নেই। তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তায় নামবে। আর সব পার্টি উঠে যাবে। দমদম কেন্দ্রে শনিবার সকালে বিরাট শোভাযাত্রায় বেরিয়ে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায় ।

শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার অভিযান চালালেন দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সমর্থনে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ঢাক ঢোল ধামসা মাদল রনপা থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। নিমতা কালচার মোরে থেকে শুরু করে গোটা এম বি রোড ধরে চলে এই বন্যার্ধ শোভাযাত্রা। শোভাযাত্রার মধ্যে দিয়েই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী। তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সৌগত রায় জানান, প্রচারে ভালো সাড়া পাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন। এত বড় মিছিল এর আগে কখনও দেখিনি। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস ও টাউন তৃণমূল সভাপতি তাপস করকে অভিনন্দন। দমদম কেন্দ্রে সিপিএম বিজেপি প্রার্থীর সাথে লড়াই নয়।সিপিএম প্রার্থী আগের বিধানসভায় ৪৮ হাজার ভোটে হেরেছেন। বিজেপি প্রার্থী ২৮ হাজার ভোটে হেরেছেন। ওরা এখনও বিধানসভায় জিততে পারেনি। লোকসভায় কি জিতবে। মাধ্যমিক পাশ না করে উচ্চ মাধ্যমিকে লড়াই ।লড়াই টা মমতা বনাম মোদির।মোদি যে ভাবে দেশে অত্যাচার চালাচ্ছে। ইডি সিবিআই ব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ভারতবর্ষে একমাত্র সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপনার মা ভাই বোনেরা হেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে। পশ্চিমবঙ্গ বঞ্চনার বিরুদ্ধে এ লড়াই। একশ দিনের কাজের টাকা দেয় না। আবাস যোজনার টাকা দেয় না কেন্দ্র। লড়াই চালাচ্ছি। লড়াই টা ধরে রাখা খুব কঠিন। লড়াই ধরে রাখব। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে সকলেই হেটেছেন।উত্তর দমদমে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের মা ভাই বোনেদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। নিশ্চই এই লড়াইয়ে জিততে হবে। মিছিলে বার্তা তৃণমূলের কাছাকাছি রাস্তায় কোন শক্তি নেই। একমাত্র তৃণমূলই রাস্তায় নামবে।আর সব পার্টি উঠে যাবে।চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ নিজের ভোট দিক। চাই কণ্যাশ্রী যুবশ্রী রুপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মানুষের ভোট।মোদীর পুঁজিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবং রাম মন্দির রাজনীতির বিরুদ্ধে ভোট।